বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান তথ্য – ক্রমিক তালিকা.
- বিগব্যাং সৃষ্টির আগের মুহূর্তের সীমাকে বলে— প্লাঙ্ক ওয়াল।
- বিগব্যাং তত্ত্বের আধুনিক জনক— স্টিফেন হকিং।
- ‘ওপেন ইনফ্লেশন থিওরি’র জনক— স্টিফেন হকিং।
- ১৯২৭ সালে বিগব্যাং তত্ত্ব প্রদান করেন— জি. লেমেটার (G. Lemaitre)।
- বিগব্যাং পরীক্ষা চলছে যে দুই দেশের সীমান্তে— সুইজারল্যান্ড ও ফ্রান্স।
- অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দেন— এম জাহিদ হাসান।
- স্টিফেন হকিং এর বিগব্যাং বিশ্লেষণমূলক গ্রন্থ— A Brief History of Time।
- “বিগব্যাং-এর পর মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে”—উক্তি করেন হাবল।
- পৃথিবীর কেন্দ্রে g-এর মান— শূন্য।
- অভিকর্ষ বল— কেন্দ্রমুখী বল।
- ভূ-পৃষ্ঠে মাধ্যাকর্ষণ ত্বরণের মান— সর্বোচ্চ।
- g-এর আদর্শ মান ধরা হয়— 45° অক্ষাংশে সমুদ্র সমতলে।
- পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল— কমে যায়।
- g-এর আদর্শ মান— 9.8 m/s²।
- পৃথিবীপৃষ্ঠ থেকে উপরে বা ভিতরে গেলে মাধ্যাকর্ষণ বল— কমে যায়।
- পৃথিবীর ঘূর্ণনের কারণে আমরা ছিটকে যাই না— মাধ্যাকর্ষণের জন্য।
- ওজন এক ধরনের— বল, একক— নিউটন।
- আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক— কিলোগ্রাম (kg)।
- বস্তুর ওজন সবচেয়ে কম— নিরক্ষীয় অঞ্চলে।
- কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন— শূন্য।
- পৃথিবীতে ভর ৪৯ কেজি হলে চাঁদে ভর— ৪৯ কেজি।
- অবস্থান বদলালেও ভর— পরিবর্তিত হয় না।
- চাঁদের অভিকর্ষজ ত্বরণ— পৃথিবীর ১/৬ অংশ।
- চাঁদে ওজন— পৃথিবীর ওজনের ১/৬।
- পড়ন্ত বস্তুর সূত্র— গ্যালিলিও।
- ইউরেনাসের উপগ্রহ সংখ্যা— ২৭টি।
- প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহ— এক্সপ্লোরার–১।
- স্পুটনিক–২ এর যাত্রী— লাইকা (কুকুর)।
- প্রথম মহাকাশ পর্যটক— ডেনিস টিটো।
- প্রথম মুসলিম নভোচারী— সুলতান ইবনে আব্দুল আজিজ।
- মহাশূন্যে প্রথম হাঁটেন— অ্যালেক্সি লিওনভ।
- ইউরি গ্যাগারিন পৃথিবী প্রদক্ষিণ— ১২ এপ্রিল ১৯৬১।
- দুইবার মহাকাশ ভ্রমণকারী প্রথম ব্যক্তি— চার্লস সিমোনি।
- GMT হলো— পৃথিবীর মান সময়।
- অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে— কুমেরু।
- বাংলাদেশের সময় GMT থেকে— ৬ ঘণ্টা আগে।
- যে রেখা থেকে অক্ষাংশ গণনা— বিষুবরেখা।
- যে রেখা অতিক্রম করলে তারিখ বদলায়— আন্তর্জাতিক তারিখ রেখা।
- জলভাগ বেশি— দক্ষিণ গোলার্ধে।
- ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ— মাদাগাস্কার।
- পৃথিবীর আবর্তনে সৃষ্টি— সমুদ্র স্রোত।
- হিমবাহ— চলন্ত বরফ খণ্ড।
- আটলান্টিক মহাসাগর— শৈবাল সাগর।
- পৃথিবীর বৃহত্তম সাগর— দক্ষিণ চীন সাগর।
- বৃহত্তম উপসাগর— মেক্সিকো উপসাগর।
- বৃহত্তম ও গভীরতম মহাসাগর— প্রশান্ত মহাসাগর।
- গভীরতম স্থান— মারিয়ানা ট্রেঞ্চ।
- মহাসাগরের চেয়ে ছোট জলভাগ— সাগর।
- এশিয়া–আফ্রিকা পরিবেষ্টিত— ভারত মহাসাগর।
- টেকটনিক প্লেট ধারণার জন্ম— মহীসঞ্চারণ তত্ত্ব থেকে।
- টেকটনিক প্লেটের বিচলনে— ভূমিকম্প।
- যে দুই প্লেটের সংঘর্ষ এখনো চলছে— এশীয় ও ভারতীয় প্লেট।
- মহীসঞ্চারণ তত্ত্বের প্রবক্তা— আলফ্রেড ওয়েগেনার।
- সূর্যে বেশি গ্যাস— হাইড্রোজেন।
- সূর্যের নিকটতম নক্ষত্র— প্রক্সিমা সেন্টরি।
- সূর্যের ডাকনাম— হলদে বামন।
- সৌর কলঙ্ক ধারণা দেন— গ্যালিলিও।
- পৃথিবীর মোট শক্তির উৎস (৯৯.৯৭%)— সূর্য।
- সৌরজগতের বাইরে প্রথম আবিষ্কৃত গ্রহ— ৫১ পেগাসাস।
- সূর্যের উপাদান— হাইড্রোজেন, হিলিয়াম।
- সূর্যের আলো বন্ধ হলে অনুভব— ৮ মিনিট ২০ সেকেন্ড পরে।
- সূর্যের আলো পৃথিবীতে আসতে সময়— ৮ মিনিট ২০ সেকেন্ড।
- সূর্য–পৃথিবীর দূরত্ব— প্রায় ১৫ কোটি কিমি।
- সূর্য পৃথিবীর তুলনায়— ১৩ লক্ষ গুণ বড়।
- পৃথিবীর নিকটতম গ্রহ— শুক্র।
- পৃথিবীর জমজ গ্রহ— শুক্র।
- ঘন মেঘে ঢাকা গ্রহ— শুক্র।
- যে গ্রহে সূর্য দেখা যায় না— শুক্র।
- পৃথিবীর একমাত্র উপগ্রহ— চাঁদ।
- পৃথিবীর অপর নাম— নীল গ্রহ।
- প্রভাতের ক্ষীণ আলো— ঊষা।
- আলোকিত–অন্ধকার সীমারেখা— ছায়াবৃত্ত।
- চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে— ১.৩ সেকেন্ড।
- চাঁদের একবার ঘুরতে— প্রায় ২৯ দিন।
- মানুষ প্রথম চাঁদে যায়— ২০ জুলাই ১৯৬৯।
- প্রথম চন্দ্রযান— সোভিয়েত ইউনিয়ন (১৯৫৯)।
- সূর্য–চাঁদের মাঝে পৃথিবী— চন্দ্রগ্রহণ।
- সূর্য–পৃথিবীর মাঝে চাঁদ— সূর্যগ্রহণ।
- মঙ্গলের নাম— লাল গ্রহ।
- মঙ্গলের আকাশ— গোলাপি।
- মঙ্গলের ভূমির রং— লালচে।
- যে গ্রহে দুবার সূর্যোদয়— বৃহস্পতি।
- দ্রুততম ঘূর্ণায়মান গ্রহ— বৃহস্পতি।
- “গ্যালিলিও”— বৃহস্পতির কৃত্রিম উপগ্রহ।
- মেরুতে অভিকর্ষজ ত্বরণ— বেশি।
- অভিকর্ষ বাড়লে দোলনকাল— কমে।
- পেন্ডুলাম ঘড়ি মেরুতে— দ্রুত চলে।
- ছায়াপথের আবর্তনকাল— কসমিক ইয়ার।
- গ্যালাক্সির আকৃতি— সর্পিলাকার।
- গ্যালাক্সির ক্ষুদ্র অংশ— ছায়াপথ/নীহারিকা।
- মিল্কিওয়ে/আকাশগঙ্গা— আমাদের ছায়াপথ।
- মহাকর্ষ বলের বাহক কণা— গ্রাভিটন।
- উজ্জ্বল গ্যালাক্সি— উপবৃত্তাকার গ্যালাক্সি।
- ধ্রুবতারা দেখা যায়— উত্তর গোলার্ধে।
- আদম সুরত— কালপুরুষ নক্ষত্রমণ্ডল।
- সপ্তর্ষিমণ্ডল দেখা যায়— উত্তর আকাশে।
- রাতে দিক নির্ণয়ে ব্যবহৃত— ধ্রুবতারা।
- রেডিও তরঙ্গ বিকিরণকারী নিউট্রন তারা— পালসার।
- দৃশ্যমান নক্ষত্রের উৎপত্তি— নীহারিকা থেকে।
- বিগত শতাব্দীর উজ্জ্বলতম ধূমকেতু— হেলবপ।
- হ্যালির ধূমকেতু পরবর্তী আবির্ভাব— ২০৬২ সালে।
- হ্যালির ধূমকেতু দেখা যায়— ৭৫/৭৬ বছর পর পর।
- এডমন্ড হ্যালি ধূমকেতু আবিষ্কার— ১৬৮২।
- হ্যালির ধূমকেতু দেখা গেছে— ৪ বার।
- সৌরজগতের দ্রুততম গ্রহ— বুধ।
- সৌরজগতের সর্বাধিক উপগ্রহ— শনি (১৪৬টি)।
- প্লুটোর গ্রহমর্যাদা বাতিল— IAU, ২৪ আগস্ট ২০০৬।
- সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণমান জ্যোতিষ্কমণ্ডলী— সৌরজগৎ।
- আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক— নিকোলাস কোপার্নিকাস।
- আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘ (IAU) প্রতিষ্ঠা— ১৯১৯।
- IAU এর সদর দপ্তর— প্রাগ, চেক প্রজাতন্ত্র।
- বিগ ব্যাং (Big Bang)
